কলেজছাত্রীকে টানাহেঁচড়া: যুবকের একবছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ে কলেজছাত্রীকে টেনেহ্চিড়ে অটোরিকশায় তোলার সময় জনতার হাতে আটক যুবককে মোহাম্মদ নয়নকে (২৯) একবছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম‌্যমাণ আদালত।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 12:37 PM
Updated : 27 Oct 2016, 12:37 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নয়নের সাজার আদেশ দেন।

শারমিন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহাম্মদ নয়ন নামের ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।”

দণ্ডপ্রাপ্ত নয়ন কক্সবাজার জেলার চকরিয়া থানার মাইজ ঘোনা সাহার বিল এলাকার ফয়েজুর রহমানের ছেলে। থাকেন নগরীর বন্দর এলাকায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেন, বছর খানেক আগেও নয়নের বিরুদ্ধে ওই ছাত্রীকে উত্ত‌্যক্ত করার অভিযোগ উঠেছিল।

বৃহস্পতিবার সকালে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজের (বাওয়া) উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ওই ছাত্রী ওয়াসার মোড়ের দিকে যাচ্ছিলেন।

সে সময় নয়ন ওই ছাত্রীকে অনুসরণ করে এবং এক পর্যায়ে তার হাত ধরে টানাটানি করে। নয়ন ওই ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে।

এসময় আগে থেকেই নয়নের পিছু নেওয়া এক পথচারী তাকে বাধা দেন। পরে অন‌্য পথচারী ও আশপাশে থাকা অভিভাবকরা এগিয়ে এসে নয়ননে ধরে স্কুলে নিয়ে আটকে রাখেন।

খবর পেয়ে পুলিশ এসে নয়নকে নিয়ে যায়। বিকালে তাকে ভ্রাম‌্যমাণ আদালতে হাজির করা হয়।