চট্টগ্রামে স্ত্রী খুনের পর কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার ১০ দিন পর কক্সবাজার থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 02:56 PM
Updated : 25 Oct 2016, 02:56 PM

সোমবার রাতে গ্রেপ্তার রিদুয়ানুল কাদের ওরফে হৃদয় (৩০) মঙ্গলবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন বলে জানান চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।

গত ১৪ অক্টোবর স্ত্রী শানু আক্তার খুন হওয়ার পর থেকে পলাতক ছিলেন রিদুয়ানুল।

কক্সবাজারের নুইন্ন্যা ছড়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা শাহজাহান বলেন, “১৪ অক্টোবর রাতে রিদুয়ানুল তার স্ত্রী শানুকে গলায় ওড়না পেঁচিয়ে খুন করে বাথরুমের দরজার সাথে ঝুলিয়ে রাখে। পরদিন সে পাশের বাসায় চাবি দিয়ে শাশুড়িকে ফোন করে বলেছিল, শানু অসুস্থ। শানুর মা গিয়ে মেয়ের লাশ পান।”

শানুর আগে একবার বিয়ে হয়েছিল। স্বামী মারা যাওয়ার পর তিন বছর আগে তার সঙ্গে রিদওয়ানুলের বিয়ে হয়।

“কিন্তু রিদওয়ানুল অন্য একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এনিয়ে রিদুয়ানুল ও শানুর মধ্যে কলহ ছিল। ঘটনার রাতে রিদুয়ানুল ফোনে ওই মেয়ের সাথে কথা বলার সময় শানু এর প্রতিবাদ করে। এসময় উত্তেজিত হয়ে রিদুয়ানুল শানুকে ওড়না দিয়ে গলায় চেপে ধরলে সে মারা যায়।”

রিদুয়ানুল পালিয়ে কক্সবাজার গিয়ে ওই মেয়েটিকে বিয়ে করে বলেও জানান ওসি।