চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দিদারুল হক কাজেমীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 04:39 PM
Updated : 24 Sept 2016, 04:39 PM

২০১৫ সালের ২৬ জানুয়ারি দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করলে মাস্টার পোল এলাকায় স্থানীয়দের বাবুলের সংঘর্ষ হয়। এসময় বন্দুক হাতে বাবুল, পেছনে কিরিচ হাতে তার ছেলে নিয়াজ।

কিরিচ বাবুল হিসেবে পরিচিত কাজেমী নগরীর মাস্টার পোল এলাকার বাসিন্দা। 

শনিবার বিকাল পৌনে ৪টায় নগরীর বাকলিয়া থানার মাস্টার পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবুলের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখলসহ প্রায় ৩০টি মামলা আছে।

“এর মধ্যে একটি মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে। ওই মামলায় সে পলাতক আসামি। মাস্টার পোলের যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও তার দখল করা।”

অভিযানে র‌্যাব বাবুলের কাছ থেকে তিনটি কিরিচ, ছয়টি ছোরা, আটটি চাপাতি, খেলনা পিস্তল তিনটি, দুটি সেনাবাহিনীর বেল্ট (কোমর বন্ধনী) এবং একটি পুলিশের বেল্ট উদ্ধার করেছে।

এরআগেও কিরিচ বাবুলকে পুলিশ একাধিকবার অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল।

গত কয়েক বছরে বাকলিয়া এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি দেওয়া, জমি দখল, বসত বাড়ি দখল, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষককে মারধর করাসহ বেশ কিছু অভিযোগ আছে বাবুলের বিরুদ্ধে।

র‌্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ বলেন, “এখন তাকে আমাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।”