‘ডিজিটাল সেবায়’ শ্রেষ্ঠ চট্টগ্রামের জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ‘উন্নয়নে উদ্ভাবনে-২০১৬’ শীর্ষক ইনোভেশন সামিটে ‘শ্রেষ্ঠ ডিজিটাল সেবা’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 01:36 PM
Updated : 28 July 2016, 01:36 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু নভোথিয়েটারে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এর আগে গত বছর চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক মনোনীত হয়েছিলেন।

আবদুস সামাদ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনস্বার্থে বিভিন্ন সেবা কার্যক্রম গ্রহণ এবং বেশ কিছু সেবা ডিজিটাইজেশনের ফলে সার্বিক বিবেচনায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই সম্মাননা পেলেন জেলা প্রশাসক।

২০১৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রামের জেলা প্রশাসক পদে যোগ দেন মেজবাহ উদ্দিন। এরপর জনসেবা প্রদানে ভোগান্তি কমাতে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

ভূমি সংক্রান্ত বিষয় ডিজিটাইজেশন, নামজারি করা, স্কুল পর্যায়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) পদ্ধতি চালু করেন তিনি।

এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ঈদের আগে সারাদেশে প্রথমবারের মত কাপড়ের বাজারে অভিযান পরিচালনা ও পরিবহন খাতে অভিযান চালিয়ে প্রশংসিত হন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।