চবিতে দুই ‘শিবির নেতাকে’ কুপিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘ছাত্র শিবিরের’ দুই নেতাকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 02:13 PM
Updated : 28 May 2016, 02:13 PM

আহত দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও সুজাত হোসেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের সামনে তাদের কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই জনকে কলা অনুষদের সামনে থেকে ধরে নিয়ে জীববিজ্ঞান অনুষদে নিয়ে মারা হচ্ছে শুনে আমরা পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করি।

উদ্ধারের পর তাদেরকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় বলে জানান তিনি।

চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত দুজনের মাথা, হাত, পা থেকে পুরো শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

“দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের দাবি, আহত সাইফুল সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক এবং সুজাত অর্থ সম্পাদক ছিলেন। শনিবারও দুজনে কলা অনুষদে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“ওরা দুজনেই শিক্ষক বাসে বোমা হামলা এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত।”

আহত দুজন শনিবারও কলা অনুষদের সামনে ‌‘অপতৎপরতার জন্য’ প্রস্ততি নিচ্ছিল দাবি করে ফজলে রাব্বী সুজন বলেন,

“ছাত্রলীগ কর্মীরা এগিয়ে গেলে তারা জীব বিজ্ঞান অনুষদের দিকে পালিয়ে যায়। পরে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ কর্মীরা তাদের প্রতিহত করে।”