চট্টগ্রামে প্রতারক গ্রেপ্তার

চট্টগ্রামে মেয়র ও কাউন্সিলরের ভুয়া প্রত্যায়নপত্র দেখিয়ে টাকা তোলার সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 05:10 PM
Updated : 26 Nov 2015, 05:10 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকা থেকে হানিফ হোসেন (২২) নামে ওই যুবককে আটক করা হয়। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হানিফ গত ১৫ দিন ধরে ষোলশহর এলাকায় মেয়র আ জ ম নাছির উদ্দিন ও আমার স্বাক্ষরযুক্ত ভুয়া প্রত্যায়নপত্র দেখিয়ে ‘অসুস্থ’ মায়ের চিকিৎসার নামে টাকা তুলছিল।”

আটকের পর হানিফের কাছ থেকে ২২০ কপি ভুয়া প্রত্যায়নপত্র ও দুই হাজার ৭০৯ টাকা পাওয়া গেছে বলে জানান তিনি।

বহদ্দারহাট এলাকার ‘সুমন’ নামে এক ব্যক্তি তাকে এ কাজটি করতে দিয়েছে বলে দাবি করেছেন হানিফ।

“এভাবে করে দৈনিক পাঁচ থেকে সাত হাজার টাকা উঠত। আর তার থেকে সে (হানিফ) একটা কমিশন পেত,” বলেন কাউন্সিলর মোবারক।

হানিফ রাউজান সদর উপজেলার মৃত রহিম মিয়ার ছেলে।