চট্টগ্রামে ৫ ওষুধ বিক্রেতা চম্পট, দোকান সিলগালা

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চট্টগ্রাম নগরীর পাঁচ ওষুধ বিক্রেতা দোকানে তালা লাগিয়ে পালিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 12:27 PM
Updated : 10 Oct 2015, 12:27 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাকলিয়ার হাফেজ নগরের তুলাতলি এলাকায় অভিযান চালায়।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুলাতলি এলাকায় গলির ভেতর পরপর বেশ কয়েকটি ওষুধের দোকান। তিনটি দোকানে আমরা অভিযান চালানোর পর অন্য দোকানের মালিকরা দোকানে তালা দিয়ে পালিয়ে যায়।

“পরে এসব দোকানের তালা ভেঙ্গে তল্লাশি চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়া গেছে। এরকম পাঁচটি দোকান সিলগালা করা হয়েছে এবং সরকারি ওষুধ জব্দ করা হয়েছে।”

সিলগালা করা দোকানগুলো হল- মোহসেন আউলিয়া ফার্মেসি, কল্যাণ ফার্মেসি, মিলন ফার্মেসি, রনি ফার্মেসি ও মা ফার্মেসি।

রুহুল আমিন বলেন, এসব দোকানিরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করে বলে অভিযোগ আছে।

অভিযানে সরকারি ওষুধ, ভারতীয় ওষুধ, ভায়াগ্রা, ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে পাঁচটি ওষুধের দোকানকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে বাকলিয়ার নতুন চাক্তাই এলাকার মদিনা মেডিকেলকে ৫০ হাজার টাকা ও জাহান ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তুলাতলি এলাকার মা মেডিকেল হল ও মুক্তা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা করে এবং মিনা ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করে।