চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাড়া হল একটি অজগর

পাহাড়ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য একটি অজগর সাপ ছেড়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 01:05 PM
Updated : 3 Sept 2015, 03:24 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে সাপটি অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির পেছন থেকে স্থানীয়রা ছয় থেকে সাত ফুট লম্বা অজগর সাপটি ধরেছিল।

“সাপটি যাতে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকতে পারে, তার জন্য আমরা এটিকে স্থানীয়দের কাছ থেকে এনে বিশ্ববিদ্যালয়ের কৃষি উন্নয়ন প্রকল্পে অবমুক্ত করি।”