ঘুরে দাঁড়ানো জয়ে খুশি মাশরাফি

কঠিন পরিস্থিতিতে দল কেমন করে তা জানতে উদগ্রীব ছিলেন মাশরাফি বিন মুর্তজা। এমন পরিস্থিতিতে হাল ছাড়েনি টাইগাররা, বরং ঘুরে দাঁড়িয়ে সহজ জয় পেয়েছে। ‘বাংলাওয়াশের’ চেয়ে দল ঘুরে দাঁড়ানোয় বেশি খুশি দলের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 06:59 PM
Updated : 22 April 2015, 09:47 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩৯তম ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ২০৩ রান। তখন ক্রিজে ছিলেন শতক করা আজহার আলি ও অর্ধশতক করা হারিস সোহেল।

আজহার-সোহেলের ৯৮ রানের জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল পাকিস্তানকে। তখনই পাল্টা-আঘাত হানে বাংলাদেশ। এরপর ৪৭ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় অতিথিরা। তাই মাশরাফিদের বড় লক্ষ্য দিতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।       

সৌম্য সরকারের প্রথম শতক ও তামিম ইকবালের অর্ধশতকে শেষ পর্যন্ত ৬৩ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জানান, খারাপ আবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দল জেতায় তার বেশি ভালো লেগেছে।

“খারাপ সময়ে দল কেমন করে তা দেখা দরকার ছিল। আজকে একটা সময় মনে হয়েছিল, ওরা ৩০০/৩২০ রান করবে। সেখান থেকে ঘুরে আসা; এভাবে যত বার ঘুরে আসব, তত বার আমরা ম্যাচ জিততে পারব।”

স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোয় সামনে থেকে নেতৃত্ব দেন মাশরাফি। সাকিব আল হাসান, আরাফাত সানি ও রুবেল হোসেনদের কাছ থেকে বেশ সহায়তাও পান তিনি। বাংলাদেশের পারফরম্যান্সে খুশি মাশরাফি। তবে আরো উন্নতি সম্ভব বলে মনে করেন অধিনায়ক।

“আমরা আরো পরিবর্তন করতে পারি। এখনো সম্পূর্ণ হতে পারিনি। এভাবে চলতে থাকলে আরও ওপরে যেতে পারব।”