রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। আইসিসির র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও বাংলাদেশের পয়েন্ট বেড়ে হয়েছে ৮১।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 05:54 PM
Updated : 23 April 2015, 01:10 PM

ওয়ানডে সিরিজ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি দুই দেশের রেটিং পয়েন্ট প্রকাশ করে।
 
প্রথম ওয়ানডেতে ৭৯ রানে আর দ্বিতীয়টিতে ৭ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটের জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তারা।
 
৭৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। আর এই সিরিজের আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ৯৫। এখন ৯২ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে অষ্টম স্থানে আছে আজহার আলির দল।
 
শুরুর দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার দিকে মনোযোগী ছিল। সে লক্ষ্য ঠিকই পূরণ করে নিল মাশরাফি-তামিমরা।
 
১২২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।