পাসের জন্য আনা বিল ফেরত গেল কমিটিতে

সংসদে পাসের জন্য আনা একটি বিল আবার পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে ফেরত পাঠিয়েছে সংসদ।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 11:14 AM
Updated : 7 July 2015, 11:14 AM

সংসদে মঙ্গলবার অধিবেশনের দিনের কার্যসূচিতে ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৫’ পাসের প্রস্তাব রাখা হয়েছিল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি পাসের প্রস্তাব করার কথা ছিল।

প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রীকে বিলটি সংসদে বিবেচনার জন্য গ্রহণের প্রস্তাব করতে বললে মুহিত তা আরও পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন।

পরে অর্থমন্ত্রীর প্রস্তাবটি স্পিকার শিরীন শারমিন ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।

কর্পোরেট, পাবলিক, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যাংক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠান এবং জাতীয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন প্রণয়ন, হিসাবরক্ষণ এবং নিরীক্ষা কাজে যুক্ত সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদে গত ২৬ জানুয়ারি বিলটি সংসদে তোলেন অর্থমন্ত্রী।

পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।