সাতক্ষীরায় ১০টি সোনার বারসহ একজন আটক

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১০টি সোনার বার ও একটি সোনার চেইনসহ এক জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 04:21 PM
Updated : 3 July 2015, 04:21 PM

শুক্রবার দুপুরে সদর উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান।

আটক জহিরুল ইসলাম কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আবু তাছের আলির ছেলে।

মেজর নজির বলেন, “মোটরসাইকেলে করে দুই যুবক ভারতে পাচারের জন্য ১০টি সোনার বার নিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার হায়দার আলির নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

“এসময় জহিরুলের কাছ থেকে ১০টি স্বর্ণের বার ও একটি চেইন উদ্ধার করা হয়।”

জহিরুলকে আটক করা গেলেও তার সঙ্গী পালিয়ে গেছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ২২ লাখ ৮ হাজার টাকা বলে জানান মেজর নজির।