ছবির তরুণটি ‘সাব্বির নয়, হাকিম’

ইন্দোনেশিয়ার যে ছবি দেখে এক বছর আগে সাগরে ডুবে যাওয়া সাব্বির হাসান বলে শনাক্তের দাবি করেছিল তার পরিবার, সে তরুণের নাম আব্দুল হাকিম বলে তথ্য পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 06:16 PM
Updated : 31 May 2015, 02:21 PM

ওই ছবিটি সম্পর্কে এএফপির ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সংবাদ সংস্থার তোলা ওই ছবি নিয়ে কথা ওঠার পর জাকার্তায় যোগাযোগ করে তারা জেনেছেন যে ছবির ওই তরুণ বাংলাদেশি হলেও তার নাম আব্দুল হাকিম।   

“ছবিটি আমাদের। ছবিটি সাব্বিরের বলে কথা উঠার পর আমরা জাকার্তা ব্যুরোকে জানাই। তারা আবার অনুসন্ধান করে।”

সেখানে উদ্ধার মিজানুর রহমান নামে একজনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শফিকুল আলম, যিনি ছবির ওই তরুণের সঙ্গী।

“আব্দুল হাকিম অসুস্থ। তাই তার সঙ্গে কথা বলতে পারিনি। মিজান জানিয়েছে, হাকিমের বাড়ি কক্সবাজারের টেকনাফের লেদা গ্রামে। তারা তিন বন্ধু সেখানে আছে।”

অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে ব্যর্থ হয়ে সাগরে ভাসমান কয়েক হাজার মানুষ এখন ইন্দোনেশিয়ায় আশ্রয় নিয়েছে।

ওই আশ্রয় শিবিরে এক তরুণের ছবি বাংলাদেশের সংবাদপত্রে দেখার পর সাব্বিরের মা দাবি করেন, ওই তরুণ তারই ছেলে সাব্বির। গত বছর বাংলা নববর্ষে বন্ধুদের সঙ্গে সেইন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে ডুবে গিয়েছিল সাব্বির। তার সন্ধান আর মেলেনি।   

শফিকুল আলম বলেন, “ওই ছবিটি আমরা ১০ মে প্রকাশ করেছিলাম। তবে অন্য ছবিগুলোর বিষয়ে আমরা কিছু বলতে পারি না।”

সাব্বিরের মা সেলিনা আক্তার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ছবিতেই সাব্বির রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আমি আশাবাদী, ওই ছেলেটাই সাব্বির।”

সাব্বিরকে শনাক্তের দাবি করার পর বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন সাব্বিরের বাবা পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুর রহমান।

“এখনও কোনো সাড়া পাইনি,” বলেন সাব্বিরের মা।

দুটি দৈনিক পত্রিকায় ইন্দোনেশিয়ায় উদ্ধার পাওয়া ব্যক্তিদের ছবি দেখে তাদের মধ্যে একজনকে নিজের ছেলে বলে শনাক্তের দাবি সেলিনা করলে তা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির ৩৩ জন বন্ধুর সঙ্গে ২০১৪ সালে বাংলা নববর্ষ উদযাপন করতে সেইন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলেন।

ওই বছরের ১৪ এপ্রিল সাগরে গোসলে নেমে ডুবে যান কয়েকজন। এরপর কয়েকজনকে জীবিত এবং চারজনের লাশ উদ্ধার করা গেলেও সাব্বিরের পাশাপাশি ইশতিয়াক বিন মাহমুদ উদয় নামে তার এক বন্ধুর খোঁজ আর মেলেনি।

কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র সাব্বির ফটোগ্রাফিও করতেন। মেমোরী মেকারস নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে আলোক চিত্রগ্রাহক হিসেবে কাজও করতেন তিনি।

দৃক গ্যালারিতে সাব্বিরের ছবির প্রদর্শনীও হয়েছিল। বিদেশে বেশ কয়েকটি প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা ছিল তার।

কক্সবাজার যাওয়ার আগে গত বছরের ১২ এপ্রিল সাব্বির তার ফেইসবুক পাতায় স্ট্যাটাস দিয়েছিলেন, “চলে যাচ্ছি দোস্ত ! একদম নেটওয়ার্কের বাইরে !!”।

সাব্বির ডুবে যাওয়ার পর তার ওই স্ট্যাটাস সংবাদ মাধ্যমে আসার পর তা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সহানুভূতি জানিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।