শতভাগ উত্তীর্ণ স্কুল কমেছে

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সারা দেশে ৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গতবারের চেয়ে ১ হাজার ১১৫টি কম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 10:38 AM
Updated : 30 May 2015, 11:11 AM

গত বছর এই পরীক্ষায় সারা দেশে ৬ হাজার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল; যদিও গতবারের থেকে এবার ৩৭১টি বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

শনিবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৩৫৯টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী এসএসসিতে পাস করেছ।

ঢাকা বোর্ডে ৪৭৮টি, রাজশাহী বোর্ডে ৯৬৯টি, কুমিল্লা বোর্ডের ১৭৬টি, দিনাজপুর বোর্ডের ৩২০টি, সিলেট বোর্ডের ৩৬টি, যশোর বোর্ডের ১৯৪টি, বরিশাল বোর্ডের ১৪৬টি এবং চট্টগ্রাম বোর্ডের ৪০টি প্রতিষ্ঠান এই কৃতিত্ব দেখিয়েছে।

শতভাগ পাসের দিক দিয়ে সবচেয়ে ভাল ফল দেখিয়েছে মাদ্রাসা বোর্ড। এবার ২ হাজার ৫২৩টি মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ২১৩টি প্রতিষ্ঠানে।

অন্যদিকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়নি- এমন প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের তুলনায় এবার ২৩টি বেড়েছে।

গত বছর ২৪টি প্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ হতে না পারলেও এবার প্রতিষ্ঠান হলো ৪৭টি।

এবার কেউ উত্তীর্ণ হয়নি এমন তালিকায় মাদ্রাসা বোর্ডের ৩৮টি প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া ঢাকা ও যশোর বোর্ডের দুটি করে এবং দিনাজপুর বোর্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।