শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে কিশোরীকে নির্যাতনের অভিযোগ

রাতে ঘরে ঢুকে শ্লীলতাহানি করতে ব্যর্থ হয়ে মিথ্যা অপবাদ দিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে মারপিঠের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 04:06 PM
Updated : 28 May 2015, 04:06 PM

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শেখপাড়া বিন্নী গ্রামে নয়দিন আগে এ ঘটনা ঘটে ।

বৃহস্পতিবার ছাত্রীটির মা হরিণাকুন্ডু থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। 

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, মেয়েটির বাবা মারা গেছেন কয়েক বছর আগে।  মা ও ছোট ভাই রয়েছে দরিদ্র এ পরিবারে।

সে স্থানীয় একটি মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ে।   

মামলার বরাত দিয়ে এসপি জানান, পাশের বাড়ির যুবক সিরাজুল তাকে উত্ত্যক্ত করে আসছিল বেশ কিছুদিন থেকে।

গত ১৯ মে গভীর রাতে সিরাজুল ও মিল্টন মেয়েটির ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে।  

ওই সময় মা ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুই যুবক পালিয়ে যায়।

মামলায় আরও বলা হয়, পালানোর কিছুক্ষণ পরই দুযুবক ফিরে এসে মেয়েটির ঘরে অন্য লোক ঢুকেছিল বলে অপবাদ দেয়।  তারপর মারপিঠ করে আহত করে তাকে।

যাওয়ার সময় হুমকি দেয়, থানা পুলিশ করলে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে।

এসপি বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি চিকিৎসা নিয়ে নয়দিন পর সে বাড়ি ফিরে গেছে।