মুন্সীগঞ্জে শিশু উদ্ধার

মুন্সীগঞ্জ সদরে একটি শিশু পাওয়া গেছে, যে নিজের ও পরিবারের সদস্যদের নাম বলতে পারছে। বাড়ির ঠিকানা কিংবা ফোন নম্বরও তার জানা নেই।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 02:22 PM
Updated : 28 May 2015, 02:22 PM

ঢাকার একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে বললেও স্কুলের নাম বলতে পারছে না।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে সিপাহিপাড়া গ্রামে আল আমিন (৬) নামের শিশুকে পাওয়া যায়।

বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির করার পর তাকে শ্রীনগর সরকারি শিশু পরিবারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

হাতিমারা পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম মিয়া জানান, মঙ্গলবার বিকালে সিপাহিপাড়া গ্রামের লোকজন আমিনকে পাওয়ার পর পুলিশকে জানায়।

এরপর তাকে পুলিশ হেফাজতে রেখে স্বজনদের সন্ধানে চেষ্টা চালানো হয়। কিন্তু কোনো খোঁজ না পেয়ে তাকে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়।
আল আমিনের বরাত দিয়ে এসআই সেলিম জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে একটি বাসে ওঠার পর আমিন হারিয়ে যায়।
পরে কোনোভাবে মুন্সীগঞ্জ সদরের সিপাহিপাড়ায় চলে আসে।

তার বাবা মাহবুব, মা তাসলিমা, ভাই মো.আলী ও শরীফ এবং বোন সুলতানা বলে জানিয়েছে শিশুটি।

মা-বাবা দুজনই ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করেন। কিন্তু ঢাকার কোথায় তা বলতে পারেনি সে, বলেনেএসআই সেলিম।