কক্সবাজারে  ৫ ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজারে পৃথক অভিযানে মানবপাচারে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিযানে উদ্ধার হয়েছে অবৈধভাবে মালয়শিয়াগামী চার যাত্রীও।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 02:28 PM
Updated : 6 May 2015, 02:28 PM

বুধবার কক্সবাজার সদর, টেকনাফের শাহপরীর দ্বীপ ও উখিয়ায় এসব অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর থানার এসআই আবদুল কাইয়ুম জানান, বুধবার ভোরে শহরের দরিয়ানগর এলাকা থেকে দুই দালালকে আটক করা হয়।

আটক দালালরা হলেন কক্সবাজারের কলাতলী এলাকার মনজুর আলম (৩৫) ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাবিব উল্লাহ (৩২)।

উদ্ধার চার ব্যক্তি হলেন কক্সবাজারের সদরের পিএম খালীর রেজাউল করিম (৩০), আবদুর রহমান (১৮), সালামত উল্লাহ (১৮) এবং ভারুয়াখালীর গিয়াস উদ্দিন (১৮)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, সকাল ১১টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে দুই দালাল এবং উখিয়ার সোনাইছড়ি থেকে এক দালালকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ রফিক (৩০), ইসমাইল (৩৫) ও উখিয়ায় সোনাইছড়ি এলাকার  মোহাম্মদ আলম (২৮)।

টেকনাফ ও উখিয়া থেকে গ্রেপ্তারদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা তোফায়েল আহমদ।