নদীতে ‘চাঁদাবাজি’, ৫ জন দণ্ডিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজি করার অভিযোগে পাঁচ যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 08:08 AM
Updated : 28 April 2015, 08:08 AM

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে পুলিশ জানিয়েছে।

মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। 

দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।  

দণ্ডিতরা হলেন- জাকির হোসেন ভূঁইয়া (৪২), আকতার হোসেন (৪৫), রাসেল (২৫), মিলন (২৭) ও রিয়াদ (২৮)। সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

ওসি মাহবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযান থেকে একটি চক্র চাঁদা আদায় করে আসছিল।

ভুয়া রশিদের সাহায্যে বালু উত্তোলন কাজে ব্যবহৃত বলগেট, ছোট-বড় কার্গো, ট্রলার, জাহাজসহ বিভিন্ন ধরনের নৌযান থেকে এই চাঁদা আদায় করা হতো।

এসব অভিযোগের ভিত্তিতে সকালে নদীতে অভিযান চালিয়ে ওই চাঁদাবাজদের আটক করে বলে তিনি জানান।