হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেল নিখোঁজ শিক্ষার্থীকে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 04:37 PM
Updated : 1 April 2015, 04:37 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণ মিশন রোডের পাশে একটি নালা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধারকৃত পরীক্ষার্থী রিয়াজুল ইসলাম রাজু (১৮) পটিয়া উপজেলা সদরের নজরঘাটা এলাকার নকিব মুন্সি বাড়ির আলী আহমদের ছেলে।

পটিয়া থানার এসআই মো. নাদিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল মঙ্গলবার এইচএসসি পরীক্ষার দোয়া নিতে মাজার জেয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় রাজু।

“সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ঘরে ফিরে না এলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বুধবার সকালে থানায় জিডি করেন রাজুর বাবা মো. আলী।”

পরে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণ মিশন রোডের পাশের একটি নালা থেকে তাকে হাত-পা-মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান এসআই নাদিম।

তবে তাকে কারা অপহরণ করেছিল তা জানা যায়নি।

নাদিম বলেন, “কেন বা কি কারণে রাজু নিখোঁজ হয়েছিল তা সুস্থ হওয়ার পর তার সাথে কথা বলে জানা যাবে।”