চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে ৪৬টি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের সঙ্গে বেড়েছে কেন্দ্রের সংখ্যাও। এবার মোট ৭১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, যা গতবারের চেয়ে ৪৬টি বেশি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 02:54 PM
Updated : 26 March 2015, 02:54 PM

আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। গতবার ভোটার ছিল ১৬ লাখ ৯৪ হাজার ৯৫৫ জন।

নগরীর ৪১টি ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৪৪৮টি প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান।

৭১৯টি কেন্দ্রের ৪ হাজার ৯০৬টি বুথে এবার ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ভোটকেন্দ্রের তালিকাটি পাঠানো হয়েছে বলেও জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিক।

এবার চট্টগ্রামে সর্বোচ্চ কেন্দ্র সংখ্যা ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ৪১টি। এসব কেন্দ্রে মোট বুখের সংখ্যা ৩৩৩টি।

এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ৬১ হাজার ২৯ জন পুরুষ ও ৬২ হাজার ৩৬৮ জন নারী।

এরপরে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ৩৫টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ২১৫টি। এখানে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৮২১ জন। এর মধ্যে ৪২ হাজার ৩৫৪ জন পুরুষ এবং ৩৮ হাজার ৪৬৭ জন নারী।

সর্বনিম্ন ভোটকেন্দ্র ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে সাতটি। এখানে মোট বুথ সংখ্যা ৪৩টি। এই ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৩৩ জন। এরমধ্যে ১০ হাজার ৫৯৯ জন পুরুষ এবং ৪ হাজার ৪৩৪ জন নারী।

নির্বাচন কর্মকর্তা শফিক জানান, এবছর ভোট গ্রহণে ১৫ হাজার ৪৩৭ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োজিত থাকবেন। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী।

এদের মধ্যে ৭১৯ জন প্রিজাইডিং, চার হাজার ৯০৬ জন সহকারী প্রিজাইডিং ও নয় হাজার ৮১২ জন পোলিং কর্মকর্তা।