চট্টগ্রামে শ্রদ্ধা-ভালোবাসায় একাত্তরের শহীদ স্মরণ

স্বাধীনতা দিবসে চট্টগ্রামে শ্রদ্ধা-ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 11:08 AM
Updated : 26 March 2015, 11:08 AM

দিবসের প্রথম প্রহরে বুধবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাত ১২টা এক মিনিটে পুলিশের একটি দলের গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এরপর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মঞ্জুর আলম।

এরপর শহীদ মিনারে ফুল দেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জাতীয় পার্টির সাংসদ মেহজাবিন মোরশেদ, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রমুখ।

শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মুক্তিযোদ্ধা সংসদ, রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও শিক্ষাবোর্ডের প্রতিনিধিরা।

রাজনৈতিক সংগঠনের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আগে দেখা হয় ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ ঘোষিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের।

এসময় দুজন ‍হাসিমুখে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় স্বাধীনতা দিবসের ডিসপ্লে। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।