নাশকতার অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ১৩

বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থেকে নাশকতার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও নয়জনকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 07:24 AM
Updated : 25 March 2015, 07:24 AM

চান্দগাঁও থানার ওসি মো. সাইরুল ইসলাম জানান, বুধবার ভোরে চান্দগাঁও থানাধীন খরমপাড়া, খাজা রোড এবং ফরিদের পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইভান খান ওরফে ইমন, মো. সোহেল, মো. মোবারক ও মো. ইদ্রিস।

তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “গ্রেপ্তার চারজন চান্দগাঁও থানা এলাকায় বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অবরোধ-হরতালে বিএনপি ও জামায়াত ইসলামীর লোকজন টাকার বিনিময়ে নাশকতার কাজে তাদের ব্যবহার করত।”

নাশকতার কাজে অর্থদাতা কয়েকজনের নামও তারা পুলিশকে জানিয়েছে বলে জানান ওসি।

এদিকে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকাতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ছয়জন জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এবং তিনজন বিএনপির কর্মী বলে জানান নাইমুল।