যক্ষ্মা রোগী বেড়েছে চট্টগ্রামে

প্রতিরোধমূলক নানা পদক্ষেপ নেওয়ার পরও চট্টগ্রামে যক্ষ্মা রোগীর সংখ্যা  বেড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 02:58 PM
Updated : 23 March 2015, 02:58 PM

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও  বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

ডা. সরফরাজ খান জানান, ২০১৪ সালে চট্টগ্রামে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে মোট ১২ হাজার ৫৮৫ জন, যা আগের বছরের তুলনায় এক শতাংশ বেশি।

যক্ষ্মা নির্মুলে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা সচেতনতার অভাবে মানুষ নিচ্ছে না বলে মনে করেন তিনি।  

যক্ষ্মা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে সেই সহায়তা চেয়েছেন সিভিল সার্জন।

‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, সুস্থ করব চিকিৎসা করে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ মার্চ পালিত হবে বিশ্ব যক্ষ্মা দিবস।   

ওই দিনের কর্মসূচি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে যক্ষ্মা রোগ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন ডা. কৃষ্ণস্বরূপ দত্ত।

প্রবন্ধে বলা হয়, বিশ্বে প্রতি বছর ৯০ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হলেও প্রায় ৩০ লাখ ‍লোক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।

ডা. দত্ত বলেন, চট্টগ্রামে প্রতি এক লাখ জনে যক্ষ্মায় আক্রান্ত হয় ৬৮ জন। ২০১৪ সালে চিকিৎসাধীন অবস্থায় ২৯৭ জন মারা যান।

ব্র্যাকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষ্মা রোগ বিশেষজ্ঞ ডা. বিশাখা ঘোষ।