বাবা-মা’র সাক্ষ্যে মাদকাসক্ত যুবকের জেল

বাগেরহাটের মোরেলগঞ্জে পরিবারের সদস্যদের অভিযোগে মাদকাসক্ত এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:11 PM
Updated : 23 March 2015, 01:11 PM

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিমের ভ্রাম্যমাণ আদালতে সোমবার এ সাজা দেওয়া হয়।

দণ্ডিত মেহেদী হাসান পান্না (২৯) মোরেলগঞ্জ পৌরসভার এসএম কলেজ এলাকার তোজাম্বর আলী শেখের ছেলে।

ইউএনও মো. আব্দুল হালিম জানান, মেহেদী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না পেলে প্রায়ই মা বিউটি বেগম ও বাবা তোজাম্বরকে মারধর করত বলে তার পরিবার অভিযোগ করেছে।

তাকে গাঁজা ও ধারালো অস্ত্রসহ বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবা ও মা তার মাদকাসক্তির বিষয়ে সাক্ষ্য দেন।

এর প্রেক্ষিতে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়ে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ইউএনও।

এর আগে রোববার সকালে নেশাসক্ত ছেলের বিরুদ্ধে তার বাবা ও মা ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করেন বলে জানান আব্দুল হালিম।