টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলট উদ্ধার করেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 10:40 AM
Updated : 3 March 2015, 10:40 AM

এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

মঙ্গলবার নাফ নদীসংলগ্ন হাসপাতাল খাল ও খায়ুকখালী খালে এ দুই অভিযান চালানো হয়।

আটক মো. সিরাজদৌল্লাহ (২৮) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার সুধাপুর গ্রামের প্রয়াত মোহাম্মদ হোসেনের ছেলে।

টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফ সদর বিওপির বিজিবির ২টি টহল দল হাসপাতাল খাল ও খায়ুকখালী খালে অভিযান চালায়।

হাসপাতাল খাল এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করে।

একই সময়ে খায়ুকখালী খালে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধার ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোর্পদ করা হবে বলে জানান তিনি।