লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, যুবদল-জামায়াতকর্মী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গাছ কেটে সড়ক আটকে টহল পুলিশের দিকে পেট্রোল বোমা, হাতবোমা ও গুলি ছুড়েছে হরতালকারীরা।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 04:11 AM
Updated : 2 March 2015, 04:11 AM

এ সময় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছেন, যারা বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছে পুলিশ।   

রোববার রাত ১টার দিকে লরেন্স বেরার গোঁজ এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এসব ঘটনা ঘটে বলে কমলনগর থানার এএসআই রেজাউল করিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে যুবদল ও জামায়াত-শিবিরকর্মীরা রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে। টহল পুলিশ গাড়ি নিয়ে ঘটনাস্থলে গেলে তাদের দিকে পেট্রোল ও হাতবোমা ছোড়ে অবরোধকারীরা।

“এ সময় পুলিশের ওপর তারা গুলিও চালায়। এ পরিস্থিতিতে পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলাকারীদের কয়েকজন পালিয়ে গেলেও জামায়াত ও যুবদলের গুলিবিদ্ধ দুই কর্মীসহ চারজন ধরা পড়ে।”

গুলিবিদ্ধরা হলেন- চরকালকিনি গ্রামের জামায়াতকর্মী মাইন উদ্দিন (৩১) ও চর জাঙ্গালিয়ার যুবদলকর্মী আরিফ হোসেন (২৫)।

আরও দুজনকে আটক করে পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। তাদের কাছ থেকে গাছ কাটার করাত ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে এএসআই রেজাউল জানান।  

তিনি বলেন, এ ঘটনায় কমলনগর থানার ওসি কবির আহাম্মদসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।