খালেদার কার্যালয়ে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণার রিট

হরতাল-অবরোধকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাই কোর্টে দায়ের করা একটি রিটের অনুলিপি খালদা জিয়ার কার্যালয়ে পৌঁছেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 05:17 PM
Updated : 27 Feb 2015, 05:17 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬২ জনকে বিবাদী করা ওই রিট করেন অ্যাডভোকেট শাহিনুল ইসলাম শাহীন।

খালেদা জিয়ার পাশাপাশি স্বরাষ্ট্র সচিব ও আইনসচিবকেও এর বিবাদী করা হয়েছে।

হাইকোর্টের এমএলএস হুমায়ুন ইসলাম খান অনুলিপির কপি শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে নিয়ে যান।

পরে পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে কার্যালয়ের ফটকে গেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার তা গ্রহণ করেন।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চে গত ১৫ ফেব্রুয়ারি এই রিট আবেদনটি দায়ের হয়।

শুনানি শেষে সরকারের স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে রুল জারি করেন তারা।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুলিপি পৌঁছে দিয়ে হুমায়ুন সাংবাদিকদের বলেন, “আমি ইতিমধ্যে ডেইলি স্টারসহ পুলিশ সদর দপ্তরে অনুলিপির কপি পৌঁছেছি। এখন গুলশান কার্যালয়ে দিয়ে গেলাম। হরতাল বন্ধ সংক্রান্ত একটি রিটের বিষয় এটি।”