পিএসসির প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 02:59 PM
Updated : 26 Feb 2015, 02:59 PM

বৃহস্পতিবার বিকেলে কর্ম কমিশনের চেয়ারম্যান একরাম আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যদর একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রতিবেদন পেশ করেন।

পিএসসি’র প্রতিনিধি দল এ সময় আবদুল হামিদকে প্রতিবেদনের বিভিন্ন দিক এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তারা রাষ্ট্রপতিকে জানান, পিএসসি ২০১৪ সালে বিসিএস পরীক্ষাসহ মোট ২১৫টি পরীক্ষা নিয়েছে। যারমধ্যে ১৫৬টির ফল প্রকাশিত হয়েছে।

অতীতের তুলনায় কমিশনের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বেড়েছে বলেও তারা রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতিকে তারা এ সময় ‘কিছু সমস্যা’ সম্পর্কেও অবহিত করেন।

আবদুল হামিদ পিএসরি কাজে সন্তোষ প্রকাশ করে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।