চট্টগ্রামে ১২২ মুক্তিযোদ্ধা সন্তানকে শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ১২২ সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেছে ভারতীয় দূতাবাস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 04:14 PM
Updated : 31 Jan 2015, 04:14 PM

শনিবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার ও ভারতীয় দূতাবাসের ঢাকা কেন্দ্রের ডিফেন্স অ্যাটাসে পি সি থিমাইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জায়া বেগম মুশতারি শফী ও মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের জেলা কমান্ডার মো. শাহাবুদ্দিন।

এই বৃত্তির আওতায় স্নাতক পর্যায়ের ২৫ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

এ বছর চট্টগ্রামসহ সারাদেশে এক হাজার তিনশ জন মুক্তিযোদ্ধার সন্তানকে এ বৃত্তি দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।