নাশকতা ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

হরতাল ও অবরোধের নামে নাশকতা ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে রাস্তায় নেমেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 12:12 PM
Updated : 29 Jan 2015, 12:12 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

চৌমাথা মোড় থেকে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে জাগো পলাশবাড়ীবাসী স্লোগানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা জাসদের সভাপতি নূরুজ্জামান প্রধান, উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা একরাম হোসেন বাদল, সৈয়দ মাহমুদুল হক, উপজেলা গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মুক্তিযদ্ধের সংগঠক মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহমান সরকার প্রমুখ।

বক্তারা বলেন, অবরোধ-হরতালের নামে নাশকতা, সন্ত্রাস, মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর এবং চোরাগোপ্তা হামলা চালাচ্ছে জামায়াত-শিবির-বিএনপি।

চলমান এ সহিংসতা এবং চোরাগুপ্তা হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ার আহ্বান জানান বক্তারা।