সহিংসতায় দগ্ধদের বিজিবির আর্থিক সহায়তা

অবরোধ ও হরতালে পেট্রোল বোমায় দগ্ধ রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 05:49 PM
Updated : 28 Jan 2015, 05:49 PM

বুধবার বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে পেট্রোল বোমায় দগ্ধ ৪৮ জনের প্রত্যেক রোগীর স্বজনের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

বিজিবি প্রধান রোগীদের অসুবিধার কথা বিবেচনা করে ওয়ার্ডে ঢোকেননি। বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে স্বজনদের হাতে এই অর্থ তুলে দেন তিনি।

এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) মো. তৌফিকুল হাসান সিদ্দিকী ও হাসপাতাল পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।