টাঙ্গাইল থাকতে চায় ঢাকা বিভাগে

ময়মনসিংহ বিভাগের কাজ শুরুর নির্দেশের পর টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি জানানো হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 12:23 PM
Updated : 27 Jan 2015, 12:23 PM

এ দাবিতে মঙ্গলবার সকালে বৃহত্তর ময়মনসিংহের জেলা টাঙ্গাইলে মানবন্ধন, শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। 

এরে আগে বৃহত্তর ময়মনসিংহের আরেকটি জেলা কিশোরগঞ্জেও ঢাকার সঙ্গে থাকার দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণার প্রস্তাবে সায় দিয়েছে।

বৈঠকে বিষয়টি চূড়ান্ত করতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাঠাতেও বলা হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন।

সকালে শহরের নিরালার মোড়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের কয়েকহাজার ছাত্রছাত্রীও মানবন্ধনে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর খান মেনু, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম চাকলাদার, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল ক্লাবের সহসভাপতি হারুন অর রশিদ ও টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক  জাফর আহমেদ।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলা হলো ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ ও জামালপুর।