রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টার হরতাল

অবরোধে বাসে অগ্নিসংযোগের মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করার প্রতিবাদ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগে বুধবার থেকে ২৪ ঘণ্টার হরতালের ডেকেছে বিএনপি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 12:54 PM
Updated : 26 Jan 2015, 12:54 PM

সোমবার সন্ধ্যায় দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বিএনপির ডাকা সারা দেশে রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল শেষ হয়েছে সোমবার সন্ধ্যা ৬টায়।

রাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রোল বোমা ছুড়ে গাড়ি পুড়িয়ে ৩১ জনকে অগ্নিদগ্ধ করার ঘটনায় গত শনিবার পুলিশ বাদী হয়ে খালেদাকে হুকুমের আসামি করে মামলা করে।