পিকেটারের ঢিলে প্রাণ গেল শিক্ষিকার

বিএনপি জোটের হরতালের মধ্যে নোয়াখালীর মাইজদী পৌরবাজারে পিকেটারদের ঢিলের আঘাতে নিহত হয়েছেন ঢাকার এক স্কুল শিক্ষিকা।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2014, 04:38 AM
Updated : 29 Dec 2014, 11:20 AM

নিহত শামসুন্নাহার ঝর্ণা (৩৭) ঢাকার আগারগাঁওয়ের তাওহীদ ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। হামলায় তার স্বামী আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শাহজাহান সিরাজও আহত হয়েছেন।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পিকেটারদের ঢিলে মাথায় আঘাত পাওয়ার পর নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার সকাল সোয়া ১০টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান সিরাজ জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা এলাকায়। সম্প্রতি তাকে ঢাকা থেকে নোয়াখালীতে বদলি করায় কভার্ড ভ্যানে মালপত্র নিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। ওই ভ্যানেই তার স্ত্রী ও ছেলে প্রিন্সও ছিলেন।    

তিনি জানান, সকালে হরতালের মধ্যে মাইজদী পৌরবাজারের মোড়ে আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হরতালকারীরা গাড়ির দিকে ঢিল ছুড়তে শুরু করে। এতে শামসুন্নাহারের মাথা থেকে রক্তপাত হতে থাকে এবং তিনি নিজেও আঘাত পান।   

শামসুন্নাহারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।

জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। দুপুর পর্যন্ত ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছেন তারা।