আতাইকুলায় নসিমন উল্টে নিহত ২

পাবনার আতাইকুলায় সংবাদপত্রবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর নসিমন উল্টে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2014, 03:44 AM
Updated : 29 Dec 2014, 06:40 AM

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শোলাবাড়িয়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম জানান।   

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গ্রামের রমজান আলী এবং উত্তর সোলাবাড়িয়া গ্রামের হেলাল। হতাহতরা সবাই নসিমনের আরোহী ছিলেন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশার মধ্যে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনটি উল্টে যায়।

আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রমজান ও হেলাল মারা যান।

আহতরা হলেন- মানিক হোসেন (৩২), শাহিনুর রহমান (২৫), ইব্রাহীম আলী (৩৫), সাইদুল ইসলাম (৩৬), লালু প্রাং (৩০) ও মোজাম্মেল হোসেন। এদের বাড়ি শোলাবাড়িয়া ও গোসাইবাড়ি গ্রামে।

সংবাদপত্র বহনকারী পিকআপটি বগুড়া থেকে পাবনায় যাচ্ছিল।

দুর্ঘটনায় পিকআপটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে হাফিজ বলেন, “অন্য একটি গাড়িতে তুলে সংবাদপত্রগুলো গন্তব্যে পাঠানো হয়েছে।”