রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক এম এ মান্নান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 03:36 PM
Updated : 24 Dec 2014, 03:36 PM

বুধবার বিকালে বাউবি উপাচার্য বঙ্গভবনে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, সাক্ষাতে রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এম এ মান্নান।

বর্তমানে বাউবিতে ছয় লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে বলে রাষ্ট্রপতিকে জানানো হয়।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সব কোর্স অনলাইনে চালু করার প্রক্রিয়া চলছে।

মুক্তিযুদ্ধের ওপর একটি গবেষণা কেন্দ্র চালুর উদ্যোগের কথা জানিয়ে রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানান তিনি।

আবদুল হামিদ এসময় বাউবি’র একাডেমিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এর পরিধি আরও বাড়ানো ওপর গুরুত্ব আরোপ করেন।

এরপর শিশু সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করে।

এসময় খেলাঘরের সভাপতি পান্না কায়সার রাষ্ট্রপতিকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলাই খেলাঘরের মূল লক্ষ্য।

রাষ্ট্রপতির উপদেশ ও নির্দেশনা সংগঠনটির কার্যক্রম আরও ফলপ্রসূ করবে বলে অভিমত দেন তিনি।।

আগামী ১৬ জানুয়ারি খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান পান্না কায়সার।

সাক্ষাতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কর্মকাণ্ড পরিচালনার জন্য খেলাঘরের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।