গান্ধীর সমাধিতে শ্রদ্ধার ফুল রাষ্ট্রপতির

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক নয়া দিল্লি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 01:00 PM
Updated : 18 Dec 2014, 01:01 PM

বৃহস্পতিবার বিকেলে নয়া দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর ‘সমাধি’তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

আবদুল হামিদ এ সময় মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতি রাজঘাটে পৌঁছালে ‘রাজঘাট সমাধি কমিটি‘র সেক্রেটারি রাজনিশ কুমার তাকে স্বাগত জানান।  

পরে রাষ্ট্রপতি সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি সেখানে লেখেন, “বাপুজি মহাত্মা গান্ধী শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা নন। তিনি বহুজাতি ও দেশের মানুষের অনুপ্রেরণার উৎস।

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শোষণের বিরুদ্ধে আমাদের সংগ্রামও গান্ধীজির কাছ থেকে প্রেরণা পেয়েছে।”

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন মোহন দাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামেই বিশ্বব্যাপী পরিচিত। রাজঘাটে মহাত্মা গান্ধীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ছয় দিনের সফরে দুপুরে নয়া দিল্লি পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।