শীতলক্ষ্যায় ড্রেজার ডুবে ২ জনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজার ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 11:58 AM
Updated : 18 Dec 2014, 11:58 AM
বৃহস্পতিবার বিকালে শাওরাইক বাজারস্থ শীতলক্ষ্যা নদীতে তাদের মৃতদেহ পাওয়া যায়।

এরা হলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার জাকুয়া পাড়ার আহম্মদ আলীর ছেলে মো. শওকত আলী (৩৪) ও মুদারপুরের আলিম উদ্দিনের ছেলে মো. নেয়াব আলী (৪০)।

বুধবার রাতে শাওরাইক বাজার এলাকায় বালি তোলার এ ড্রেজারটি ডুবে যায়।

কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পী জানান, শাওরাইক বাজার সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যার তীর থেকে প্রায় ২৫ ফুট ভেতরে একটি ড্রেজার বুধবার রাত ৮টা পর্যন্ত বালি তোলে।

পরে বালি তোলার কাজ বন্ধ করে সেখানেই ড্রেজারের ভেতরে তিন শ্রমিক ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তলা ছিদ্র হয়ে ড্রেজারটি পানিতে তলিয়ে যায়। এ সময় টের পেয়ে এক শ্রমিক লাফিয়ে পানিতে পড়ে তীরে উঠে এলেও বাকি দুজনের সন্ধান পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ  দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহ দুটি বর্তমানে পুলিশ হেফাযতে রয়েছে বলে জানান তিনি।