বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ৩ জনের মৃত্যু

ঢাকার সাভারে একটি বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হন একজন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 02:15 PM
Updated : 17 Dec 2014, 02:15 PM

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার বিকালে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ‘ত্রিপল এ্যাড’ নামের ওই বিজ্ঞাপনী সংস্থার সুপারভাইজার ইউনূস আলীকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন হাসেম (২২), মমতাজ (৩২) ও আনু (৩৬)। আহত রফিকুল ইসলামকে (৩৫) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই রাজধানীর মান্ডা এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

ওসি মোস্তফা কামাল বলেন, খাগান এলাকায় সড়কের পাশে একটি বড় বিলবোর্ড স্থাপনের কাজ করছিলেন ছয় জন শ্রমিক। বিলবোর্ডটি স্থাপন করার সময় পাশের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক খুঁটির সঞ্চালন লাইনের সঙ্গে লেগে গেলে চার শ্রমিক গুরুতর আহত হন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুপারভাইজার ইউনূস আলীকে আটক করা হয়েছে।

আটক হওয়ার আগে সুপারভাইজার ইউনূস আলী সাংবাদিকদের জানান, ঢালাই শেষে বিলবোর্ডটি স্থাপনের সময় পাশে থাকা উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের স্পর্শে আসে।