আশুগঞ্জ-চিনকি আস্তানায় নতুন রেল বসছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ফেনীর চিনকি আস্তানা স্টেশন পর্যন্ত ১৮০ কিলোমিটার রেলপথে নতুন রেল ও স্লিপার বসানো শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 12:25 PM
Updated : 23 Nov 2014, 12:25 PM

রোববার দুপুরে এ কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

এ উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, নতুন লাইন বসানোর কাজ রেলওয়েতে এটাই প্রথম। বর্তমানে ৪১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে রেলওয়েতে। এগুলো বাস্তবায়িত হলে রেলওয়েতে উন্নত বিশ্বের মতো সেবা পাওয়া যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মনসুর আলী সিকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলী, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের কর্মকর্তারা জানান, এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯৯ কোটি টাকা, তবে এ ব্যয় সামান্য কিছু বাড়তেও পারে।