নাটোরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নাটোরের লালপুর উপজেলায় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 10:12 AM
Updated : 23 Nov 2014, 10:12 AM

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, রোববার সকাল ৯টার দিকে হাঁশবাড়িয়া গ্রামে স্থানীয় জহুরুল ইসলাম এবং তার চাচা মোতালেব হোসেনের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে জহুরুল ইসলাম (৩৫), গোলাম মোস্তফা (৪০), সাগর আলী (৩০), জামান উদ্দিন (৪৮), বাবু হোসেন (৩৫) ও মোতালেব হোসেন (৫০) নামে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি জানান, সকালে জহুরুল কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে যান। এ সময় তার চাচা মোতালেব ও তার লোকজন লাঠিসোটা নিয়ে ধান কাটতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

আহত জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধানের জমিটি আমরা দীর্ঘদিন ধরে দখলভোগ করে আসছি। আমাদের লাগানো ধান আমরা কাটতে গিয়েছিলাম, কিন্তু আমাদের মারধর করে জমি থেকে বের করে দেয়া হয়।"

তবে নিজেকে জমির প্রকৃত মালিক দাবি করে মোতালেব হোসেন বলেন, "প্রতিপক্ষরা জোর করে ওই জমিতে ধানা রোপন করেছিল।"