নওগাঁর প্রবীণ সাংবাদিক সলিমউদ্দিন নেই

নওগাঁর প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন আর নেই।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 11:40 AM
Updated : 21 Nov 2014, 11:40 AM

বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর ধনতলা গ্রামে নিজ বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতী নাতনীসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান।

তার স্ত্রী আনোয়ারা বেগম জানান, শুক্রবার বাদ আসর নিজ গ্রামের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় এই মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়েছে।

জানাজায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

আনোয়ারা আরও জানান, গত তিন বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি ঢাকায় চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস্য সলিম উদ্দিন স্বাধীনতার পর প্রথমে দৈনিক সংবাদ ও পরবর্তীতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চাকরি করতেন, যেখান থেকে এখন অবসরে আছেন।

সাংবাদিক সলিম উদ্দিনের মৃত্যুতে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, জেলা প্রেসক্লাব, আদমদিঘী ও সান্তাহার প্রেসক্লাব এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা ইউনিটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।