প্রতারণার অভিযোগে দুই বিদেশি আটক

প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুই বিদেশিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 11:44 AM
Updated : 19 Nov 2014, 11:44 AM
বুধবার দুপুরে নগরীর চকবাজার এলাকা থেকে ঘানার বেমকো (৩৬) ও ক্যামেরুনের নাগরিক ম্যাসেজারকে (৪৫) আটক করা হয়।

ম্যাসেজার এর আগে ঢাকার পল্লবী থানার একটি মামলায় একবার গ্রেপ্তার হয়েছিলেন বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাছান চৌধুরী জানান।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুজনের কাছে ডলার সদৃশ্য কিছু কাগজ পাওয়া গেছে। ওই গুলো তারা বিভিন্ন লোকজনকে দেখিয়ে ডলার তৈরি করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়।”

এক ব্যক্তিকে এ ধরনের প্রলোভন দেখানোর পর তিনি বিষয়টি গোয়েন্দা পুলিশকে অবহিত করেন জানিয়ে এডিসি হাছান বলেন, “তার তথ্যের ভিত্তিতে নগরীর চকবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুই বিদেশিকে আটক করা হয়।”

তাদের ভিসার কাগজপত্র বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।