সন্তুষ্ট সেক্টর কমান্ডার্স ফোরাম

যুদ্ধাপরাধের দায়ে একাত্তরে আলবদর প্রধান ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

জেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 07:12 AM
Updated : 29 Oct 2014, 07:12 AM

ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটাই জনগণ চেয়েছে, আমরা জনগণের সঙ্গে রয়েছি। আমরা সন্তুষ্ট এ রায়ে। ফোরাম ও জনগণ এ রায়ে সন্তুষ্ট।”

কে এম সফিউল্লাহ (ফাইল ছবি)

মুক্তিযুদ্ধকালে যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্বে বদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম আদালতে এই রায় দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি মো. আনোয়ারুল হকও এ সময় উপস্থিত ছিলেন।

হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি ঘটনার মধ্যে চারটিতে নিজামীকে সর্বোচ্চ সাজা  দেওয়া হয়েছে।