চোর ধরার কারণে বাড়িঘরে হামলা

নোয়াখালী শহরে চোর ধরার জেরে কয়েকটি বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 12:15 PM
Updated : 28 Oct 2014, 12:15 PM

মঙ্গলবার সোনাপুর এলাকায় এ হামলার পর বাড়ির লোকজন পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, সোমবার রাতে সোনাপুর পৌর মহাশ্মশান পাড়ায় নিখিল কর্মকারের ঘরে স্থানীয় আমির হোসেন ওরফে পন্ডিত মুহুরির ছেলে শাওনসহ আরো তিন যুবক চুরি করতে যায়।

ওই সময় বাড়ির লোকজন তাদের ধাওয়া করে এবং শাওনকে আটক করে।

পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় শাওনকে তার বাবার জিম্মায় রাতেই ছেড়ে দেয়া হয়।

ওসি জানান, এতে ক্ষিপ্ত হয়ে ভোরে শাওন ও তার সহযোগীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এসে লিখিল কর্মকারের বাড়িসহ পাশের আরো তিনটি বাড়িতে হামলা  ও ভাংচুর চালায়।

হামলাকারীরা নিখিলের পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে তাড়া করে বলেও জানান ওসি।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বেশ কিছুদিন থেকে শাওনসহ স্থানীয় একদল বখাটে মহাশ্মশান এলাকায় মাদক ও জুয়ার আখড়া বসিয়েছে। তারা হিন্দুদের নানাভাবে ভয়ভীতি দেখালেও ভয়ে মুখ খোলেনি লোকজন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাওনের বিষয়ে আগে থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাকেসহ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে ওসি জানান।