রাজধানীতে ‘হুজি সদস্য’ আটক

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 04:12 AM
Updated : 28 Oct 2014, 04:12 AM
র‌্যাব-৩ এর মেজর মহিউদ্দিন জানান, মঙ্গলবার ভোরে ওই এলাকার এক বাসা থেকে মুফতি জুবায়ের আবদুল্লাহ নামের ওই হুজি সদস্যকে আটক করা হয়।

“তার কাছে বেশ কিছু জিহাদি বই, জঙ্গি প্রশিক্ষণের ছবি ও বিভিন্ন ধরনের পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানান তিনি।”

তাৎক্ষণিক এর বেশি তথ্য না দিয়ে মেজর মহিউদ্দিন বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার রাতে রাজধানীর উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরক, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জামসহ হরকাতুল জিহাদের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এরা হলেন- হুজির ‘বোমা বিশেষজ্ঞ’ মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), প্রাইম ইনিভার্সিটির রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫),নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মো. সালাউদ্দিন আহমেদ। শনিবার তাদের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে পাঠায় আদালত।

ওইদিন মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ওই চার জঙ্গিকে গ্রেপ্তার করতে গিয়ে পুরান ঢাকার ওয়ারী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় বোমা তৈরিতে ব্যবহৃত দুটি ল্যাবরেটরির সন্ধান পেয়েছেন তারা। গ্রেপ্তার জঙ্গিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করছিল।