হুজির চারজন রিমান্ডে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) চার সদস্যকে পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে ছয় দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 04:14 PM
Updated : 25 Oct 2014, 04:14 PM

ঢাকার মহানগর হাকিম নূরু মিয়া  শনিবার বিকালে তাদের হেফাজতে নেওয়ার আদেশ দেন বলে আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিব উদ্দিন জানান।

হুজির চার নেতা হলেন- মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), মো. নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মো. সালাউদ্দিন আহমেদ (২৯)।

বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর উত্তরা, টিকাটুলি এবং নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ওয়ারি থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায়  জিজ্ঞাসাবাদের জন্য শনিবার তাদের ১০ দিনের হেফাজতে চান গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাইসুল ইসলাম।

এ সময় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড আবেদন বাতিল চান আসামিদের আইনজীবী মনির হোসেন। শুনানি শেষে বিচারক তা নাকচ করেন।

রিমান্ড আবেদনে বলা হয়,  তাদের কাছ থেকে উস্কানিমূলক বই, উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক,ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

“তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তার  এবং নাশকতার পরিকল্পনা ও  প্রস্তুতির  তথ্য জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।“