নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন রোববার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 'বাংলাদেশ সোসাইটি'র নির্বাচন নিয়ে জোরেসোরে প্রচারণায় নেমেছেন দুই প্যানেলের প্রার্থীরা।  

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 06:30 PM
Updated : 24 Oct 2014, 06:30 PM

স্থানীয় সময় ২৬ অক্টোবর রোববার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন এবং কুইন্সের একটি করে মোট দুইটি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে অংশ নেয়া দুটি প্যানেল হলো- কুনু-রহিম এবং কামাল-সানি।

সোসাইটির মোট ১৯টি পদে এই দুই প্যানেল থেকে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্কে সর্বজনীন সংগঠন হিসেবে দাবি করা হলেও এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পাঁচ শতাংশও এর সাথে সম্পৃক্ত হননি।

মোট চার হাজার ৩৭ জন ভোটারের সমর্থন পেতে দিন-রাত প্রার্থীরা ভোটারদের বাড়ি, ব্যবসা, কর্মস্থলে ধরণা দিচ্ছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ এবং বিএনপি নেতা আজমল হোসেন কুনু। এদের দুইজনের বাড়ি সিলেটের বিয়ানিবাজারের এলাকায়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন আব্দুর রহিম হাওলাদার এবং জে মোল্লাহ সানী। তাদের দুজনের বাড়িই বৃহত্তর ঢাকা জেলায়।

নিউ ইয়র্কে দুই লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন। আর তারা গড়ে তুলেছেন দেড়শ'রও বেশি আঞ্চলিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বহুধাবিভক্ত এসব সংগঠনের নেতৃস্থানীয়রাই বাংলাদেশ সোসাইটির নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছেন জোরেসোরে।

এবারের নির্বাচনে কোন প্যানেল জয়ী হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। দলগত কোন প্রভাবও দেখা যাচ্ছে না।

দুই প্যানেলেই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াত-শিবিরের সমর্থক রয়েছেন।