চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে নগর পুলিশ

বন্দরনগরী চট্টগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এ বিষয়ে সচেতনতামূলক অভিযান শুরু করেছে মহানগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 09:12 AM
Updated : 24 Oct 2014, 11:31 AM

শুক্রবার সকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে অভিযানের উদ্বোধন করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল।

জমিয়তুল ফালাহ মাঠ থেকে ওয়াসা, দামপাড়া, কাজীর দেউড়ি এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি পাঁচ শতাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।

এ সময় পুলিশ কমিশনার রাস্তায় বিভিন্ন লোককে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার পরামর্শ দেন।

পরে দামপাড়া এলাকায় পুলিশ কমিশনার জলিল মণ্ডল সাংবাদিকদের বলেন, "অপরাধ দমন করে জনগণকে শান্তিতে রাখা এবং সেবা দেয়া পুলিশের কাজ।

“আমাদের মধ্যে একটা ধারণা আছে পরিচ্ছন্নতার কাজ করবে সিটি কর্পোরেশন ও সরকার। কিন্তু সচেতন নাগরিক হিসেবে সবাই সরকারের অংশ। মানুষ সচেতন হয়ে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে আবর্জনা ফেললে নগরী পরিচ্ছন্ন থাকবে।”

নিজের বাড়ির সামনের রাস্তা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদের ময়লা ফেলা থেকে বিরত রাখার জন্য ভবন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এই প্রক্রিয়া কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, মানুষ সচেতন হলে নগরী পরিচ্ছন্ন থাকবে।

“তবে সপ্তাহের একটি ছুটির দিনে নগরীর একটি এলাকা বেছে নিয়ে স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণির লোকজনের সঙ্গে আমরা বসব। যদি তাতে কাজ না হয় তাহলে পুলিশ সে এলাকায় গিয়ে পরিচ্ছন্নতার কাজ করে আসবে।”

এ সময় অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) একেএম শহীদুর রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন।