মুন্সীগঞ্জে ব্যাংকে চুরির চেষ্টা

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরে অগ্রণী ব্যাংকে বুধবার রাতে চুরির চেষ্টা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 02:31 PM
Updated : 23 Oct 2014, 02:31 PM

ব্যাংকের কোনো অর্থ খোয়া না গেলেও দুর্বৃত্তরা তালাগুলো নষ্ট করে দিয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী মো. সালাউদ্দিনকে (৫৫) পুলিশ আটক করেছে।

ব্যাংকটির ম্যানেজার মো. জহির উদ্দিন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

ব্যাংকটির আঞ্চলিক প্রধান সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে ডাকাত দল দ্বিতল ভবনের উত্তর পাশের জানালার গ্রিল ভেঙে এবং ভেতরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে গ্যাস কাটার দিয়ে ভল্টের দরজা খোলার চেষ্টা করে। কিন্তু দরজা কাটতে পারেনি তারা।

ভল্টে প্রায় ১০ লাখ টাকা ছাড়াও ৬ রাউন্ড গুলিসহ একনালা বন্দুক এবং মূল্যমান সম্পদ ছিল বলে তিনি জানান।

“দরজা খুলতে ব্যর্থ হলেও লকগুলো বিকল করে দিয়েছে ডাকাতরা। তবে ব্যাংকের কোনো সম্পদ খোয়া যায়নি।”

এজিএম মো. আমিনুল হক আরও জানান, ঘটনা তদন্তে ব্যাংকটির আঞ্চলিক অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আমজাদ হোসেনকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, ঘটনার সময় নৈশ প্রহরী ব্যাংকটিতে ছিল না। এটি রহস্যজনক। তাবে সার্বিক ঘটনা তদন্ত এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।